চাঁদপুরের নতুন জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান
আমার কণ্ঠ রিপোর্ট
চাঁদপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোঃ কামরুজ্জামান। তিনি বর্তমানে এলজিইডি মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে কর্মরত।
এতথ্যটি অনেকটা নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের ক’জন নেতা এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা। দু’একদিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন চলে আসবে বলে আশা করা যাচ্ছে।
এদিকে বর্তমান জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান চাঁদপুর থেকে বদলি হয়ে যাচ্ছেন এটা অনেকটা নিশ্চিত। তবে অল্প ক’দিনেই তিনি চাঁদপুরের সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন। বিশেষ করে হতদরিদ্র মানুষগুলো যেনো তাদের আশ্রয়স্থল খুঁজে পেয়েছিলো বর্তমান জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমানের মাঝে।
একটি সূত্রে দাবী করে বর্তমান জেলা প্রশাসক রাজনৈতিক আদর্শ গোপন রেখে বর্তমান সরকারের আমলে জেলা প্রশাসক হয়েছেন। এ নিয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে।