মানিক দাস ॥ চাঁদপুর শহরের ওয়াপদা গেইট এলাকায় এক শিশু গরম পানিতে পড়ে ঝলসে গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দুপুর সাড়ে ১২টায়। জানা যায়, ওয়াপদা গেইট গাজী বাড়ির মোঃ শাহজাহান গাজীর স্ত্রী গরম পানি নিয়ে যাওয়ার সময় তার শিশু পুত্র শাহাদাত গাজী (৭) উঠানে ছুটাছুটি করতে থাকলে মায়ের শরীরে এসে ধাক্কা দেয়। এসময় মায়ের হাতে থাকা গরম পানির পাত্রটি শাহাদাতের গলা ও বুকের মধ্যে ছিটকিয়ে পড়ে। এতে শাহাদাতের গলা ও বুক সম্পূর্ণ ঝলসে যায়। দুপুর ১টায় পরিবারের লোকজন শাহাদাতকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।