আমার কণ্ঠ রিপোর্ট॥
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট। চাঁদপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির পৃষ্ঠপোষকতায় গতকাল বৃহস্পতিবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, স্কুল ফুটবল হচ্ছে একটি ঐতিহ্যবাহী খেলা। জাতীয় পর্যায়ে এ খেলার সহযোগিতায় থাকে বাফুফে। বাফুফের দিকে না তাকিয়ে জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে আয়োজন করা হয় আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট। আমরা টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মোহাম্মদ আলী জিন্নাহর প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মাধ্যমে প্রতিটি উপজেলা থেকে ৪টি করে দল নিয়ে টুর্নামেন্টের আয়োজন করেছি। তিনি আরো বলেন, খেলার মাঠ হচ্ছে পবিত্র স্থান। এখানে ছোট-বড়, হিন্দু-মুসলিম কোনো ভেদাভেদ নেই। খেলার মাঠ হচ্ছে নিয়মশৃঙ্খলার অংশ। খেলার মাঠেই অনেক শৃঙ্খলাবোধের সৃষ্টি হয়। নবীন খেলোয়াড় ও ছাত্রদের মাধ্যমে সেই শৃঙ্খলার বিকাশ ঘটে। তিনি আরো বলেন, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে খুব সহসাই জেলা প্রশাসক কাপ, ভলিবল, কাবাডি খেলার আয়োজন করা হবে। খেলাধুলার ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জেলার চেয়ে চাঁদপুর জেলা অনেক এগিয়ে। টুর্নামেন্টে অংশ নেয়া প্রত্যেক দলই এ টুর্নামেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সহযোগিতা করবে এই প্রত্যাশা করছি।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোঃ আমির জাফর ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহাম্মেদ। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, শাহিদুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী শিপ্রা দাস, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী তপন চন্দ্র, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সালাউদ্দিন শান্ত, সদস্য তমাল ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সম্পাদক আনোয়ার হোসেন মানিকসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, অংশ নেয়া বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ক্রীড়া শিক্ষকসহ ক্রীড়ামোদী দর্শক এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ।
খেলা শুরুর পূর্বে জাতীয় পতাকা ও খেলোয়াড়দের সাথে পরিচিত হন প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় ও বাবুরহাট উচ্চ বিদ্যালয়। টাইব্রেকারে জয়লাভ করে পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়।