কচুয়ায় ১ম স্ত্রীর লোকজন কর্তৃক ২য় স্ত্রী মায়া বেগম (৩০) কে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাপিলাবাড়ী মজুমদার বাড়ীতে এ ঘটনা ঘটে। এতে মায়া বেগম ও ওই গ্রামের আবু সাঈদ গুরুতর আহত হয়েছে। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, কচুয়া উপজেলার কাপিলাবাড়ী গ্রামের আঃ মোতালেব মজুমদারের সাথে ২০১২ সালের দিকে মোবাইলে পরিচয়ের সূত্র ধরে শরীয়তপুরের জাজিরা উপজেলার গঙ্গানগর গ্রামের আঃ মালেক হাওলাদারের মেয়ে মায়া বেগমের বিয়ে হয়। বিয়ের পর আঃ মোতালেব ও মায়া বেগম ঢাকার লালবাগ এলাকায় বসবাস করত বলে মায়া বেগম স্থানীয় সাংবাদিকদের জানান।
গত বৃহস্পতিবার মায়া বেগম তার স্বামীর গ্রামের বাড়ী কচুয়ার কাপিলা বাড়ী গ্রামে আসলে আঃ মোতালেবের ১ম স্ত্রী আয়শা বেগম, ছেলে হাবীব, মহিব উল্লাহ ও মেয়ে সুমাইয়া বেগম মায়া বেগমকে দেখা মাত্রই এলোপাতারী মারধর শুরু করে। এক পর্যায়ে একই গ্রামের আবু সাঈদ বাধা দিলে তাকেও হামলাকারীরা গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় কাপিলাবাড়ী গ্রামে উত্তেজনা বিরাজ করছে।