জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
কচুয়া উপজেলার মেঘদাইর গ্রামে গত রবিবার দুপুরে অজ্ঞাত গাড়ির চাপায় রাব্বি (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সে ওই গ্রামের জসিম উদ্দিন মজুমদারের ছেলে।
জানা যায়, শিশু রাব্বি বাড়ির সামনে রাস্তায় খেলতে আসলে অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। তার অকাল মৃত্যুতে নিহতের পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইবরাহিম জানান, তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।