জিসান আহমেদ নান্নু, কচুয়া:
কচুয়ায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে। গত সোমবার সকালে কচুয়া-কালিয়াপাড়া সড়কের সুবিদপুর বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পথচারী মো: আনোয়ার হোসেন (৬০) সুবিদপুর গ্রামের ওহাব আলীর পুত্র এবং আহত মামুন (২৮) ও ইকবাল হোসেন (৩০) বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, কচুয়া পৌরসভাধীন করইশ গ্রামের সোলেমান মিয়ার পুত্র মামুন ও একই গ্রামের তাজুল ইসলামের পুত্র রহিমানগর থেকে কচুয়া আসার সময় পথিমধ্যে সুবিদপুর এলাকায় আসলে মটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আনোয়ার মিয়ার উপর উঠে যায় এক পর্যায় তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থা বেগতিক দেখে কুমিল্লা প্রেরণ করলে পথিমধ্যে আহতদের মধ্যে আনোয়ার হোসেন মারা গেছে বলে জানা যায়।