চাঁদপুরে কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ।
৪ মার্চ বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে রহিমানগর এলাকার সাতবাড়িয়ে চৌকিদার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক মামলার আসামী আলমগীর হোসেন সাতবাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার সিনিয়র এসআই মো: মামুনুর রশিদ সরকার মামুন জানান,আলমগীর হোসেন দীর্ঘদিন পলাতক ছিল। তাকে গ্রেফতার করে শুক্রবার পুলিশ পাহারায় চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।