………………………উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির
কচুয়া প্রতিনিধি ॥
কচুয়া উপজেলার সাচারে নব-নির্বাচিত উপজেলা রিপোটার্স ইউনিটির অভিষেক ও কার্যালয় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার (২৩ ফেব্র“য়ারি), বিকেল ৪টায় উপজেলার সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
নব-নির্বাচিত কচুয়া উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি জিসান আহমেদ নান্নু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম দিপু’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান শিশির। তিনি বলেন, কচুয়ায় রিপোটার্স ইউনিটি’র সাংবাদিকরা সব সময় উপজেলার সামগ্রিক উন্নয়নে সহায়ক হিসেবে কাজ করবে। সাচারে এ অনুষ্ঠানে যোগদান করে সাচারের সাংবাদিকদের ঐক্যতা ও সাহসিকতা দেখে আমি অবিভূত হয়েছি। একটি অজোপাড়া গায়ে রিপোটার্স ইউনিটির মতো একটি সংগঠন প্রতিষ্ঠা করায় আমি কমিটির সকলকে অভিনন্দন জানাই। সাংবাদিকরা সবসময় ন্যায় ও সত্যের পথ থেকে সমাজ উন্নয়নে ভূমিকা রাখবে। রিপোটার্স ইউনিটির স্থায়ী কার্যালয় স্থাপন ও অন্যান্য বিষয়ে সবসময় আমার সহযোগিতা থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ দর্জি, কাদলা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, সাচার ইউপি চেয়ারম্যান ওসমান গণি মোল্লা, পাথৈর ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল ইসলাম মিয়াজী, পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিল্লাল হোসেন মোল্লা, অ্যাড. জসিম উদ্দিন প্রধান, পাথৈর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আক্কাস মোল্লা, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, বিতারা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসমাইল ভূঁইয়া প্রমূখ। এসময় সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু, আওয়ামীলীগ নেতা কলিম উল্লাহ, কচুয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মানিক ভৌমিক, যুবলীগ নেতা মঞ্জুর আহমেদ সুজন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা কাজল রেখা,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নিমাই সরকার, যুবলীগ নেতা আলমগীর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু হানিফ বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মেম্বারসহ বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন বিতারা ইউনিয়ন ওলামালীগের সভাপতি প্রার্থী হাফেজ মোঃ রুহুল আমিন।