জিসান আহমেদ নান্নু:
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে পরিচালনা পর্ষদের সভাপতি একেএম গোলাম সরওয়ারের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড.হেলাল উদ্দিন। এসময় তিনি বলেন, মহান স্বাধীনতা একদিনে আসেনি। এইদিনটি অনেক কষ্ট ও রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। স্বাধীনতা যুদ্বে অংশগ্রহনকারী শহীদদের প্রতি লাখো সালাম ও কৃতজ্ঞতা জানাই। শিক্ষার্থীর উদ্দেশ্যে তিনি আরো বলেন, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এই বিদ্যালয়ের শিক্ষাথীদের দেশ -মাতৃকার স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ব্যাংকার রফিকুল ইসলাম, সমাজ সেবক গাজী রুহুল আমিন প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কর। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড.হেলাল উদ্দিন দিনব্যাপী আকানিয়া নাছিরপুর উচ্চ বিদ্যালয় ও উত্তর পশ্চিম আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।
কচুয়াঃ শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে ২৬ মার্চ উপলক্ষে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড.হেলাল উদ্দিন ।