জিসান আহমেদ নান্নু, কচুয়া
কচুয়া উপজেলা পরিষদ সংলগ্ন কোয়া কার্তিক পোদ্দারের বাড়ীতে শীদ কেটে চুরি সংঘঠিত হয়েছে। গত রবিবার মধ্যরাতে কোয়া পোদ্দার বাড়ীর সন্তুনাথ পোদ্দারের গৃহে একদল অজ্ঞাত চোর শীদ কেটে প্রবেশ করে তার স্ত্রী শিবানী পোদ্দারের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা ও একটি নোকিয়া মোবাইল যার আনুমানিক মূল্য ৪ হাজার টাকা নিয়ে যায়।
চোরের উপস্থিতি টের পেয়ে এক পর্যায়ে শিবানী রাণী ও তার গৃহের লোকজন ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসলে চোরের দল তাৎক্ষনিক পালিয়ে যায়। এঘটনায় ক্ষতিগ্রস্থ গৃহের মালিক সম্ভুনাথ পোদ্দার গত সোমবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ অভিযোগের প্রেক্ষিতে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক সরকার ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের খোজখবর নিয়ে দোষীদের খুজে বের করে আইনের আওতায় এনে শাস্তির আশ্বাস প্রদান করেন। এছাড়া এ ঘটনায় স্থানীয় পৌর কাউন্সিলর ইদ্রিস আলম বেপারী ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আলম মিয়া চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের সার্বিক খোঁজ খবর নেন।