জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
কচুয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৬তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গত মঙ্গলবার কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় হযরত শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বিশাল র্যালী বের করা হয়। র্যালীটি কচুয়া পৌর সভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে ও প্রাণি সম্পদক কর্মকর্তা ডা. হায়দার আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, পল্লীবিদ্যুতের ডিজিএম জাকির হোসেন, মুক্তিযোদ্ধা জাবের মিয়া ও সন্তোষ চন্দ্র সেন। আলোচনা সভা শেষে এ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাংকন, সুন্দর হাতে লেখা, উপস্থিত বক্তিতা ও বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা প্রতিয়োগীতা এবং পুরস্কবিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।