জিসান আহমেদ নান্নু ঃ
কচুয়া উপজেলার রাগদৈল গ্রামের অধিবাসী মরহুম আঃ ছালাম মুন্সী ছাত্র কল্যাণ বৃত্তি প্রকল্পের উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার রাগদৈল আই.এম দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সমাজ সেবক মোঃ জহিরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও শিক্ষানুরাগী মাওঃ মোঃ হুমায়ুন কবিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাচার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওসমান গণি মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন, মরহুম আঃ ছালাম মুন্সী ছাত্র কল্যাণ বৃত্তি প্রকল্পের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ এস এম শহিদুল ইসলাম মুন্সী। বক্তব্য রাখেন, রাগদৈল আই. এম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোশাররফ হোসেন ফরাজী মহসিন, প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস, রাগদৈল সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ রোস্তম আলী সরকার, সাচার ডিগ্রী কলেজের প্রভাষক মফিজুল ইসলাম, সমাজসেবক মাওঃ আব্দুল আজিজ মজুমদার ও স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন ফরাজী প্রমূখ।
প্রসঙ্গত: মরহুম আঃ ছালাম মুন্সী ছাত্র কল্যাণ বৃত্তি প্রকল্পের উদ্যোগে স্থানীয় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৬৫জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। তন্মেধ্যে ১৮জন টেলেন্টপুল ও ৪৫জন কে সাধারণ গ্রেডে আওতায় এনে নগদ অনুদান ও সনদপত্র বিতরণ করা হয়। বৃত্তি প্রাপ্তদের মধ্যে রাগদৈল রেঁনেসা আইডিয়াল কিন্ডারগার্টেন ৩০জন বৃত্তি পেয়ে এ বছর সেরা প্রতিষ্ঠান হিসেবে গৌরব লাভ করেন।