কচুয়ায় সম্পত্তিগত বিরোধ ও ভরনপোষণ নিয়ে দ্বন্দ্বে ছেলে ও তার স্ত্রী মিলে বাবা-মাকে কুপিয়ে রক্তাক্ত জখম করার খবর পাওয়া গেছে।
বুধবার (১২ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার আকানিয়া নাছিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আবুল হাসেম (৭৫) ও স্ত্রী আজুদা খাতুন (৬৫) বর্তমানে আশংকাজনক অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত আবুল হাসেম জানান, তার স্ত্রী আজুদা খাতুনের চিকিৎসার জন্য পুত্র মোশারফ হোসেনের কাছে ৩৫ হাজার টাকা জমা রাখেন। ওই টাকা তার পুত্র মোশারফকে দেয়ার জন্য মাকে চাপ প্রয়োগ করে। এতে তার মা টাকা না দেয়ায় মোশারফ ও তার স্ত্রী তানিয়া বেগম মিলে আজুদা খাতুনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় আবুল হাসেম এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।