কচুয়া প্রতিনিধিঃ
কচুয়ায় কৃষ্ণ বণিক (৬৫) নামের এক ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা করেছে। গত বৃহস্পতিবার দুপুরে কচুয়া পৌরসভাধীন কোয়া গ্রামে বিষপানে আত্মহত্যার এ ঘটনা ঘটে। কৃষ্ণ বণিক কচুয়া পৌর বাজারের মুদি ব্যবসায়ী ছিলেন। তার গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলায়।
জানা গেছে, কৃষ্ণ বণিক পরিবারের সদস্যদের সাথে অভিমান করে ঐ দিন দুপুরে গৃহে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাৎক্ষনিত তার পরিবারের সদস্যরা তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থায় অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে সে মারা যায়।