জিসান আহমেদ নান্নু, কচুয়া ঃ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, যারা হরতাল অবরোধের নামে মানুষ ও গাড়ি পোড়ায় তারা দেশ ও জাতির শত্র“। হরতাল অবরোধ করে দেশ ও গণতন্ত্র রক্ষা করা যায় না। বিএনপি জামায়াত জোটের সাথে কোন আলোচনা বা সমঝোতা নেই। কচুয়ায় রাস্তা ঘাট বিদ্যুৎ, গ্যাস, ব্রীজ, স্কুল, কলেজের যত উন্নয়ন হয়েছে তা কেবলমাত্র আওয়ামীলীগ সরকারের আমলেই হয়েছে। নারীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন নারীরা আজ সমাজ ও রাষ্ট্রের প্রতিটি কাজে নেতৃত্ব দিচ্ছে। বর্তমান সরকার নারীদের কল্যাণে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে।
তিনি গতকাল শনিবার সকালে কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নয়াকান্দি গ্রামে ৯৬টি পরিবারের সদস্যদের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, ইউনিয়ন চেয়ারম্যান ওসমান গণি মোল্লা, আওয়ামীলীগ নেতা আঃ রব মেম্বার। এসময় সাচার ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক বাবুল ভূইয়া, উপজেলা যুবলীগ নেতা নিমাই সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন জুয়েল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল হোসেন ফরাজীসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। একই দিনে তিনি বায়েক গ্রামে মহিলা নেত্রী তানজিনা আক্তারের নেতৃত্বে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেব যোগদান করেন।