জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
কচুয়ায় বেসরকারী সংস্থা ‘ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোসাল এডভান্সমেন্টে’র (দিশা) উদ্যোগে কচুয়া বাজার কৃষি ব্যবসায়ীদের সাথে ‘একটি পারস্পরিক সমঝোতা স্মারক’ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দীন ও মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ।
এছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিপ্লব কুমার দাস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হায়দার আলী, দিশা’র চাঁদপুর জেলা কর্মকর্তা আদম প্রামানিক ও কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার জাবের মিয়া প্রমূখ।