বিডিপি’র উপ-অধিনায়কসহ আহত ২
কচুয়া প্রতিনিধি ॥
কচুয়ায় ডাকাতদের হামলায় খাঘড়াছড়ি জেলা আনসার বিডিপি’র-২ ব্যাটেলিয়ানের উপ-অধিনায়ক মোঃ মাইনুল ইসলাম মজুমদার (৩০) ও তার ভাই ঢাকা আরামবাগ মহিলা স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ আবুল বাসেদ মজুমদার (৩২) গুরুতর আহত হয়েছে।
শুক্রবার রাত ১১ টার দিকে কচুয়া-গৌরীপুর ঢাকা আঞ্চলিক সড়কের চেলাকান্দা নামক স্থানে ডাকাতির এ ঘটনা ঘটে।
জানা গেছে, খাঘড়াছড়ি জেলা আনসার বিডিপি’র-২ ব্যাটেলিয়ানের উপ-অধিনায়ক মোঃ মাইনুল ইসলাম মজুমদার ও তার ভাই ঢাকা আরামবাগ মহিলা স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ আবুল বাসেদ মজুমদার নিজ গ্রামের বাড়ি কচুয়া উপজেলার পালাখালে মা ও ভাইকে পবিত্র হজ্জ গমণে টাকা দেয়ার জন্য আসছিলো। সিএনজিযোগে পথিমধ্যে চেলাকান্দা নামকস্থানে আসলে ১০-১৫জনের মুখসধারী অজ্ঞাত ডাকাত দল রাস্তায় গাছ ফেলে পথিবন্ধকতা সৃষ্টি করে মাইনুল ইসলামকে পায়ে, হাতে ও পিঠে উপযুপুরি কুপিয়ে তার সাথে থাকা ল্যাপটপ, ২টি দামী মোবাইল সেট, স্বর্ণপদক, প্রয়োজণীয় কাগজপত্র ও মা ও ভাইয়ের হজ্জের নগদ বেশকিছু টাকা ছিনিয়ে নিয়ে যায়। এতে তার ভাই আবুল বাসেদ মজুমদার বাঁধা দিলে তাকেও ব্যাপক মারধর করে গুরুতর আহত করে। তাদের ডাক চিৎকারে ও মোবাইলে সংবাদ পেয়ে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোবারক হোসেন ছুটে এসে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে তাদের প্রথমে পার্শ্ববর্তী দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তাদের অবস্থা বেগতিক দেখে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (পিজি) হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ জয়নগর গ্রামের মনতাজ উদ্দিনে পুত্র সিএনজি চালক জহিরুল ইসলাম (২৭) কে প্রাথমিক জিজ্ঞাসা বাদের জন্য আটক করে। এছাড়া তাৎক্ষনিক খবর পেয়ে পরদিন সকালে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইবরাহিম খলিল ঘটনাস্থল পরিদর্শণ করেন। এবং ডাকাতির সাথে জড়িত ব্যাক্তিদের খোঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস দেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।