জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
গত রবিবার প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সদ্য প্রকাশিত কচুয়ায় এ বছর ট্যালেন্টপুলে ৬৭জন, সাধারণ গ্রেডে ৮২জন ও সম্পূরক গ্রেডে ৪জন সহ মোট ১৫৩জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তন্মধ্যে ট্যালেন্টপুলে ৪৩জন ছেলে ও ৩৪জন মেয়ে। সাধারণ গ্রেডে ৪০জন ছেলে ও ৪২জন মেয়ে এবং সম্পূরক গ্রেডে ২জন ছেলে ও ২জন মেয়ে বৃত্তি লাভ করে। কচুয়ায় মেয়েদের তুলনায় এ বছর প্রাথমিক সমাপনী বৃত্তি পরীক্ষায় ছেলেরা এগিয়ে রয়েছে।