জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
২০ দলীয় জোটের টানা হরতাল অবরোধের ২ মাসেরও বেশি অতিবাহিত হলেও কচুয়ায় জনজীবনে এর কোন প্রভাব পড়তে দেখা যায়নি। সকল পেশাজীবি শ্রেণীর লোকজন নির্বিঘেœ তাদের দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাচ্ছে পূর্বের যেকোন সময়ের মতো। ক্ষুদ্র কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে না। রীতিমত চলছে যানবাহন। বাস, সিএনজিসহ বিভিন্ন যানবাহনে রয়েছে লক্ষণীয় যাত্রীদের ভিড়। দুরপাল্লার যানবাহন চলছে হরতাল অবরোধবিহীন দিনের ন্যায়। হাট-বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। অফিস, আদালতে কাজ চলছে স্বাভাবিক নিয়মে। কৃষি উৎপাদনে নেই কোন সার ও কীটনাশকের ঘাটতি। আবহাওয়া কৃষির অনুকূলে থাকায় সার ও কীটনাশক ঔষধের চাহিদা কম। এ রিপোর্ট লেখার মুহূর্তে কচুয়ার ফিলিং স্টেশনগুলোতে যে তথ্য পাওয়া যায় তাতে দেখা যায় পর্যাপ্ত পরিমান পেট্রোল, ডিজেল ও অকটেন মজুত রয়েছে। সকল পর্যায়ের লোকজনের কর্ম ব্যস্থতায় মনে হচ্ছে দেশে হরতাল অবরোধ হচ্ছে এমন কোন তথ্য যেন জানা নেই কচুয়াবাসীর মাঝে। তবে গনতন্ত্র রক্ষার দাবীতে বিএনপি জোটের টানা অবরোধ কর্মসূচি দেশব্যাপী পালিত হলেও কচুয়ায় বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীদের মাঠে লক্ষ্য করা যায়নি।
কচুয়া-১: কচুয়া সুলতানা ফিলিং স্টেশনে পেট্টোল নেয়ার দৃশ্য।
কচুয়ায় মোল্লা অল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিকস’র শাখা উদ্বোধন
জিসান আহমেদ নান্নু, কচুয়া ঃ
কচুয়া পৌরসভাধীন বিশ্বরোডে মেসার্স মোল্লা অল ইলেকট্রিক এন্ড ইলেকট্রকিকস’র ৩য় শাখা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে কচুয়া বিশ্বরোড সংলগ্ন মোল্লা অল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিকস শো-রুমে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের পরিচালক এমআর মিজান মোল্লার সভাপতিত্বে এতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, বুরগী মাদ্রাসার শিক্ষক মো: মোশারফ হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জি: মুজিবুর রহমান, আলী আজগর প্রধান, সমাজসেবক আফজাল মুন্সী, কচুয়া সিটি ব্যাংকের এআরএম মো: মিজানুর রহমান, প্রতিষ্ঠানের ম্যানেজার এএইচ রানাসহ স্থানীয় ব্যবসায়ী, সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কচুয়া-২: কচুয়া বিশ্বরোড মোড়ে মেসার্স মোল্লা অল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিকস’র উদ্বোধনী অনুষ্ঠানে মুনাজাতরত অতিথিবৃন্দ।