কচুয়া প্রতিনিধি ॥
কচুয়ায় ফসলি জমিতে হাঁসে ধান খাওয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এক গৃহবধুকে মারধরসহ শ্লীতাহানীর অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধু শাহনাজ বেগম বাদী হয়ে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে সেঙ্গুয়া গ্রামের অধিবাসী অজি উল্যাহ স্ত্রী শাহনাজ বেগমের কয়েকটি হাঁস পাশ্ববর্তী নজু মিয়ার ধানের ফসলি জমিতে ধান খাওয়াকে কেন্দ্র করে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে নজু মিয়া উত্তেজিত হয়ে গৃহবধুকে মারধর করে কাপড় টানা হেছরা করে শ্লীতাহানীর চেষ্টা করে এবং একই বাড়ির জোহর আলী, এ্যংরাজি বেগম, রেহনা বেগমসহ আরো কয়েক জনে তাকে বেধম মারধর করে রক্তাক্ত জখম করে। এছাড়া হামলাকারীরা তার গলায় থাকা ২২ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন নিয়ে যায় বলেও অভিযোগে উেেল্লখ্য করেন। পরে ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে একে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শাহনাজ বেগমের পিতা শহীদ মিয়া জানান, ঘটনার পর থানায় অভিযোগ করায় বিবাদীরা তাদের বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছে।