স্টাফ রিপোর্টার ॥
দলিল লেখক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আবু তাহের মিয়ার কচুয়া পৌর বাজারের বাসভবনে গিয়ে তার পরিবারকে হুমকি-ধমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার কতিপয় দু®কৃৃতিকারীরা এ হুমকি-ধমকি দেয় বলে আবু তাহের মিয়ার পরিবার জানিয়েছে।
ওই সময় আবু তাহের মিয়া বাসায় না থাকায় দু®কৃতকারীরা তাকে না পেয়ে তার পরিবারকে হুমকি-ধমকি দিয়ে চলে আসে। দৃ®কৃতিকারীদের হুমকি-ধমকির ফলে আবু তাহের মিয়া বাড়ীঘর ছেড়ে বর্তমানে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন।