কচুয়া প্রতিনিধিঃ
কচুয়ায় অভিনব কায়দায় প্রতারণা করে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও আংটি হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার কচুয়া পৌরসভাধীন কচুয়া-হাজীগঞ্জ সড়কের দিশারী ক্যাডেট স্কুল সংলগ্ন এলাকায় প্রতারণার এ ঘটনা ঘটে।
কচুয়া উপজেলার পালাখাল গ্রামের অধিবাসী ও পালাখাল কলেজ গেইট এলাকার সিকদার হোটেলের পরিচালক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মোঃ হোসেন সিকদার জানান, বুধবার বিকেলে কচুয়া বাজারে হোটেলের মালমাল ক্রয় করতে আসলে বিশ্বরোড থেকে একটি প্রতারক চক্র তাকে জোর পূর্বক টেনে হেছড়ে পাশ্ববর্তী দিশারী ক্যাডেট স্কুলের পেছনে নিয়ে জনৈক এক মেয়ের পাশে দাঁড় করিয়ে জোর পুর্বক মোবাইলে ছবি ধারন করে সাথে থাকা নগদ ১৩ হাজার ৫শ’ টাকা, ৪ আনা ওজনের আংটি ও মোবাইল সেট সহ প্রায় ২৫ হাজার টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি কচুয়া থানা পুলিশকে না জানাতে এবং বর্তমানে আরও টাকা দিতে মোবাইলে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিচ্ছে বলে ক্ষতিগ্রস্থ হোসেন সিকদার জানান। প্রতারকদের হুমকি ধমকির ফলে ব্যবসায়ী হোসেন সিকদার ও তার পরিবার ভয়াতংকে রয়েছে।