জিসান আহমেদ নান্নু॥
কচুয়া উপজেলার সাচার বাজারে মাদক বিরোধী মিছিল হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সচেতন লোকজনের উদ্যোগে ও সাচার পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এসআই) মোবারক হোসেনের সহায়তায় একটি বিশাল মাদক বিরোধী মিছিল বের হয়। মিছিলটি সাচার দক্ষিন বাজারস্থ’ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে সাচার উত্তর বাজার, সাচার জগন্নাথ মন্দির, শুয়ারুল বাজার প্রদক্ষিন করে পুনরায় সাচার বাজারে এসে শেষ হয়। মিছিলে সাচার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওসমান গনি মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু, সচেতন নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক আবু ইউসুফ সরকার পবন, সাচার বাজার পরিচালনা কমিটির সভাপতি সালাউদ্দিন ভূঞা হীরা, সাচার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমানসহ স্কুল, কলেজ পড়–য়া ছাত্র, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মিছিলে অংশ গ্রহণ করে।
প্রসঙ্গতঃ কচুয়া উপজেলার উত্তর সীমান্তবর্তী এলাকা সাচার বাজার এলাকায় ইয়াবা, ফেন্সিডিল, বাবাসহ নানান মরণনাশক নেশায় যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। মাঝে মধ্যে পুলিশের অভিযানে দু’একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হলেও ছাড়া পেয়ে পুনরায় তারা এ ব্যবসায় জড়িয়ে যায়। সচেতন লোকজনের দাবী মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হলেও তাদের গডফাদাররা রয়ে যায় অন্তরালে। তাদের দাবী শুধু মাদক ব্যবসায়ীদের গ্রেফতার নয়, মাদক ব্যবসায়ীদের গডফাদারদের চিহ্নিত করে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের মুখোশ উন্মোচন করলেই মাদক বেচা কেনা অনেকাংশ বন্ধ হবে। মাদক বেচাকেনার বৃদ্ধির প্রতিবাদে এলাকাবাসী ও সচেতন লোকজন মাদকের থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল বের করে।