জিসান আহমেদ নান্নু ॥
কচুয়া উপজেলার মনপুরা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার ২০১৫সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত মিলাদ ও দোয়ার মাহফিলে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সহাকারী মোঃ শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাদ্রাসার প্রাক্তণ অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই। বক্তব্য রাখেন-পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজের প্রভাষক জাফর আহমেদ, মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য মোস্তফা কামাল প্রমূখ। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ রুহুল আমিন। এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।