জিসান আহমেদ নান্নু, ঃ
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী তুলাপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ৩টি বুথে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ সম্পন্ন হয়। এতে মোট ভোটারের সংখ্যা ছিল ৬১৯জন। ৪টি পদে বিপরীতে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এতে ২৪৯ ভোট পেয়ে মোঃ আবু তাহের প্রথম, ২১০ ভোট পেয়ে মোঃ আলম মিয়া দ্বিতীয়, ২০৫ ভোট পেয়ে মোঃ কুদ্দুস মুন্সী তৃতীয় ও ১৯৯ ভোট পেয়ে মোঃ আলমগীর হোসেন চতুর্থ স্থান লাভ করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান উল্যাহ চৌধুরী।
নির্বাচনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আইয়ুব আলী পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ আজাদ, সাধারণ সম্পাদক মামুন ভূইয়া, আওয়ামীলীগ নেতা লিটন, সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যাংকার আলমগীর হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মহিউদ্দিন আল মাসুম, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুল ইসলাম সুমন প্রমূখ। নির্বাচনে আইন শৃংখলার সার্বিক দায়িত্ব পালন করেন কচুয়া থানার উপ-পরিদর্শন (এসআই) মোঃ কামাল হোসেন।