জিসান আহমেদ নান্নু, কচুয়াঃ
বালাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ ভোট গ্রহন সম্পন্ন হয়। সভাপতি ও সম্পাদক পদে দু’টি পদের বিপরীতে ৪ জন প্রার্থী হাড্ডাহাড্ডি লড়াই করে। এতে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফেরদৌস আহমেদ প্রধান ১৪৫ ভোট পেয়ে সভাপতি ও পুর্ব সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জামাল হোসেন ১৪৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। নির্বাচনে ফলাফল ঘোষনা করেন কচুয়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ আনিছুর রহমান এবং প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন-সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম ও আশারকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম।