সমাজসেবা অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক কচুয়ার আছিয়া খাতুন ফাউন্ডেশনের এতিমখানা পরিদর্শন করেছেন।৪ নভেম্বর বুধবার সমাজ সেবা অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান পালগিরি গ্রামের মোহাম্মদ হোসেন খন্দকারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আছিয়া খাতুন ফাউন্ডেশন পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপ-পরিচালক মিজানুর রহমান এতিমখানায় অবস্থানরত ছাত্রদের থাকা খাওয়া ও পড়ালেখার বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন। তাছাড়া আছিয়া খাতুন ফাউন্ডেশনের এতিমখানার বিগত বছরের সরকারি ও ব্যাক্তিগত অনুদান,এতিমখানার কমিটির বিষয়ে সভাপতি মাওলানা হারুনুর রশীদ খন্দকার ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেন খন্দকারের সাথে কথা বলেন। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা এবং এলাকার জনগনের সম্পৃক্ততা ও এতিমখানার ছাত্রদের সুষম খাবারের কথা বলেন।এতিমখানার সভাপতি ও সাধারন সম্পাদককে সকল প্রকার দালিলক তথ্যসহ ৮ নভেম্বর রবিবার তার কার্যালয়ে দাখিল করার কথা বলেন। বৈশ্বিক পরিস্থিতিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের দ্বিতীয় ধাপে সকল প্রকার স্বাস্থ্য বিধি মেনে এতিমখানা পরিচালনার কথা বলে