জিসান আহমেদ নান্নু-
কচুয়া উপজেলার সাচারে নির্মাণের দীর্ঘ ৬ বছরেও চালু হয়নি বাংলাদেশ টেলিকম কোম্পানীর (বিটিসিএল) ডিজিটাল এক্সচেঞ্জ অফিসটি। কচুয়া-সাচার ভায়া গৌরীপুর সড়কের সাচার দক্ষিন বাজারস্থ রাস্তার পশ্চিম পাশে নির্মিত সাচার ডিজিটাল এক্সচেঞ্জ অফিসটি দীর্ঘদিন অযতœ অবহেলায় পড়ে আছে। ফলে ভবনটি পরিত্যক্ত ভবনে পরিনত হয়েছে। এ অফিসের সংবাদ সংগ্রহে স্থানীয় সংবাদকর্মীরা টানা কয়েকদিন এ অফিসে এসেও কোন কর্মকর্তার দেখা মিলেনি।
সরে জমিনে জানা গেছে, ২০০৮-২০০৯ অর্থ বছরে বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের আওতায় সাচার মৌজায় ১৮ শতাংশ জমি অধিগ্রহন করে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মান করে এ ভবনটি। ভবনটি সম্পূর্নভাবে নির্মাণের দীর্ঘ ৬ বছর অতিবাহিত হলেও এর কোন কার্যক্রম চালু হয়নি। ফলে প্রতিনিয়ত এখানে মাদক সেবী, বখাটেদের আড্ডাসহ চলছে নানান অসামাজিক কার্যকলাপ। এছাড়া ভবনের সংযোগকৃত বৈদ্যুতিক ট্রান্সমিটার টি দীর্ঘদিন বিকল হয়ে রয়েছে এবং ভবনটির পূর্ব দিকের দেয়াল ভেঙ্গে যাওয়ায় ডিজিটাল এক্সচেঞ্জের মালামাল নষ্ট হওয়ার পথে রয়েছে বলেও স্থানীয়রা জানান। কে এ ভবনটির দেখাশোনার দায়িত্বে রয়েছে তার দেখা মিলেনি বছরেও একবার।
সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, গ্রাহকরা আগ্রহী না হওয়ায় এবং সরকারের জনবল নিয়োগ প্রক্রিয়ায় ত্র“টি থাকায় এ অফিসটির কার্যক্রম চালু হচ্ছে না।