মোঃ জাবেদ হোসেন ॥
গতকাল সকাল ১০ টায় আশিকাটি হাপানীয়ায় এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও বিদায় অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথী উপস্থিত ছিলেন, নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন পাটওয়ারী, ম্যানেজিং কমিটির সদস্য জাফর আহাম্মেদ খান, দাতা সদস্য নাজিম ঊদ্দিন মোঃ জিলন, প্রাইমারী স্কুলের শিক্ষক জয়নাল, বিদ্যালয়ের শিক্ষক জসিম ঊদ্দিন সরকার, আবদুল মান্নান, নয়ন চন্দ দাস, জুতিস চন্দ সরকার, বিশ্বজিৎ দাস, আবু ইউনুস ভূঁইয়া, জাকির হোসেন, ফয়জুল হক, পারভিন, হাসিনা, মির্জা ইউছুফ, মিলাদ পরিচালনা করেন মাওলানা আবু বক্কর, অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারি শিক্ষক আহসান আলী।