করোনা ভাইরাসের থাবায় বিপর্যস্ত অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার (৩ জুন) আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন তিনি।
বিকেলে সংসদের অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। এটি দেশের ৫০তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের তৃতীয় বাজেট। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা ১৩তম বাজেট।
বাজেটের আকার: ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা
রাজস্ব আয় প্রাক্কলন: ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা
ঘাটতি: ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। যা জিডিপি’র ৬.২ শতাংশ।
এডিপিতে বরাদ্দ: ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা
প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৭ দশমিক ২ শতাংশ
মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা: ৫ দশমিক ৩ শতাংশ
ঘাটতি অর্থায়ন: অভ্যন্তরীণ উৎস: ১ লাখ ১৩ হাজার ৪৫২ কোটি টাকা এবং বৈদেশিক উৎস: ১ লাখ ১ হাজার ২২৮ কোটি টাকা
শিক্ষা খাতে বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৭১ হাজার ৯৫১ কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ: ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়: ২৬ হাজার ৩১১ কোটি টাকা।
করমুক্ত বার্ষিক আয়সীমা: ৩ লাখ টাকা
করোনা মোকাবিলায় বরাদ্দ: ১০ হাজার কোটি টাকা