অরিজিতের দুঃখপ্রকাশ
বাংলাদেশের শ্রোতা, দর্শক ও ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করলেন ভারতের এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। আজ শুক্রবার ঢাকার যমুনা ফিউচার পার্কে আয়োজিত কনসার্টে গান করার কথা ছিল তাঁর। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে শেষ পর্যন্ত ঢাকায় আসা সত্ত্বেও গান না করেই ফিরে যেতে হচ্ছে তাঁকে।
আজ শুক্রবার সকালের ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান অরিজিৎ সিং। কনসার্ট উপলক্ষে আজ সকালে ঢাকার ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকায় আসার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়েই তিনি মুখোমুখি হন সংবাদমাধ্যমের। এতে অসুস্থ অরিজিৎসহ আয়োজক কর্তৃপক্ষও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অরিজিৎ বলেন, ‘আজ সন্ধ্যায় ঢাকায় দর্শকদের সরাসরি গান শোনানোর কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থতার কারণে আমি আজ গান গাইতে পারছি না। বাংলাদেশের মানুষ আমাকে অনেক ভালোবাসেন, তাঁদের ভালোবাসার কারণে অসুস্থ শরীর নিয়ে ঢাকায় এসেছি। কিন্তু এই অবস্থায় গান করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। কথা দিচ্ছি, আগামী ১২ ডিসেম্বর একই সময়ে, একই ভেন্যুতে আমি আবার গান শোনাতে হাজির হব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।’