অনলাইন ডেস্ক :
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ নিয়মিত মেডিকেল চেকআপ শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন।
বুধবার (২৬ ডিসেম্বর) রাত ৯ টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তিনি হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।
হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিমান বন্দরে হুসেইন মুহম্মদ এরশাদকে স্বাগত জানান- চেয়ারম্যানের বিশেষ সহকারী এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সভাপতি এস.এম. ফয়সল চিশতী, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের যুব বিষয়ক উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁঞা, ভাইস চেয়ারম্যান এম.এ. তালহা, বাহাউদ্দিন আহমেদ বাবুল, নুরুল ইসলাম নুরু, যুগ্ম মহাসচিব- শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
হুসেইন মুহম্মদ এরশাদ-এর এবারের সফর সঙ্গী ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং এরশাদের পিএ মঞ্জুরুল ইসলাম।
সাবেক এই রাষ্ট্রপতি দেশে ফেরার ৩ দিন পর আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ এবং রংপুর-৩ আসনে প্রার্থী হয়েছেন এরশাদ। রংপুর-৩ আসনে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়ন পেয়েছেন। ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফারুক। তাঁর অনুপস্থিতিতে নেতাকর্মীরাই নির্বাচনী প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন।