পুরনো অভিজ্ঞ ত্যাগী নেতারা কেউই বাদ যাননি
অনুমোদনের অপেক্ষায় চাঁদপুর জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি
জিয়াউর রহমান বেলাল ॥
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চাঁদপুর জেলা আওয়ামীলীগের ৭৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেয়া হয়েছে। গত বুধবার ১ মার্চ ২০১৭ খ্রিষ্টাব্দ তারিখে চাঁদপুর পৌরসভার মেয়র জেলা আওয়ামীলীগের সভাপতি আল্হাজ্ব নাছির উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক আল্হাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল ধানমন্ডিস্থ সভাপতির কার্যালয়ে গিয়ে এ কমিটি জমা দেন। বর্তমানে তা দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। খুব সহসা অর্থাৎ আসছে ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের পূর্বে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের সম্ভাবনা রয়েছে বলে বাংলাদেশ আওয়ামীলীগের সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তবে দলীয় সভাপতির অনুমোদনের পরই কেবল পূর্ণাঙ্গ কমিটির তালিকা পাওয়া যাবে।
‘সুদীর্ঘ এক যুগ অর্থাৎ ১২ বছর পর গত বছরের (২০১৬) ২৭ জানুয়ারি তারিখে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত আল্হাজ্ব নাছির উদ্দিন আহমদকে সভাপতি এবং আবু নঈম পাটওয়ারী দুলালকে সাধারণ সম্পাদক হিসেবে কমিটি করে দেয়া হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং সম্মানিত কাউন্সিলরগণসহ হাজার হাজার লোকের উপস্থিতিতে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত হিসেবে তাঁদের দু’জনের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামীলীগের তৎকালীন সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এসময় উপস্থিত হাজার হাজার লোক স্বতঃস্ফূর্ত করতালির মাধ্যমে অকুন্ঠ সমর্থন জানিয়ে আনন্দ-উল্লাসে ফেটে পড়েন। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুদ্ধিদৃপ্ত, প্রজ্ঞাময় ও রাজনৈতিক দূরদর্শীসম্পন্ন সিদ্ধান্তে বাংলাদেশ আওয়ামীলীগ অনভিপ্রেত রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে বিশেষভাবে সক্ষম হয় এবং শেষ পর্যন্ত চাঁদপুরবাসী তথা দেশবাসীকে আর অনাকাঙ্খিত ভয়াবহ সংঘর্ষ দেখতে হয়নি।
এর আগে অর্থাৎ ১২ বছর পূর্বে গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মনোনীত আলহাজ¦ ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া সভাপতি এবং উপস্থিত কাউন্সিলরদের ভোটে আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন। সে সময় দলীয় সভাপতি শেখ হাসিনার মনোনীত হিসেবে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার নাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং সম্মানিত কাউন্সিলরদের উপস্থিতিতে ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আঃ জলিল। এবারের কমিটি অনুমোদনের জন্য দলীয় সভাপতির কার্যালয়ে গত বুধবার পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা জমা দেয়া হয় এবং দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের বর্তমান সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে চাঁদপুর জেলা আওয়ামী লীগের ৭৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি দিবেন।
এদিকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ নাছির উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল ঐক্যমতের ভিত্তিতে এবং জেলামন্ত্রীসহ চাঁদপুরের ৫ এমপি’র পরামর্শক্রমে পূর্ণাঙ্গ এ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে জমা দেয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় এবং জেলার একাধিক সূত্র এ প্রতিবেদককে জানান, এবারের পূর্ণাঙ্গ কমিটিতে পুরনো অর্থাৎ সিনিয়র, অভিজ্ঞ ও ত্যাগী নেতারা কেউই বাদ যাননি। সকলকে এ কমিটিতে স্থান দেয়া হয়েছে। তবে এবারের পূর্ণাঙ্গ কমিটিতে নতুন তেমন কেউ স্থান পাননি। হয়তো নতুন ২/১ জনকে স্থান দেয়া হতে পারে। তাহলে অবশ্যই তাঁদেরকে সার্বিক যোগ্যতা, দলের প্রতি সুদীর্ঘ কালের একনিষ্ঠতা, দীর্ঘ অভিজ্ঞতা, অবদান, আজন্ম আওয়ামীলীগারের সার্বিক বিবেচনাসহ উচ্চ শিক্ষিত হওয়ায় এবারের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান দেয়া হতে পারে। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক দলে একটি অত্যন্ত শক্তিশালী ও কার্যকর পূর্ণাঙ্গ কমিটি উপহার দেয়ার জন্য সম্পূর্ণ ঐক্যমতের ভিত্তিতে পুরনো অর্থাৎ সিনিয়র, অভিজ্ঞ ও ত্যাগী নেতাসহ সার্বিক যোগ্যতাসম্পন্ন এমন নেতাদের অধিক প্রাধান্য দিয়ে ৭৩ সদস্য বিশিষ্ট একটি গ্রহণযোগ্য চৌকস কমিটি সভাপতির অনুমোদনের জন্য পেশ করেন। দেখা যাক, শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটিতে কারা স্থান পেয়েছেন আর কারা পাননি। সময়ই তা বলে দিবে|