হাসানুজ্জামান বাংলাদেশ কবি পরিষদের
সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত
শাখওয়াত হোসেন হৃদয় ঃ
কবি ও সাংবাদিক হাসানুজ্জামান বাংলাদেশ কবি পরিষদের কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার সকালে ঢাকাস্থ ১৯ বঙ্গবন্ধু এভিনিউ’র ঢাকা হাউজের ৫ তলায় পরিষদের অস্থায়ী কার্যালয়ে উক্ত নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে তরুন কবি ও সাংবাদিক মোঃ সাহিদুল ইসলাম সভাপতি এবং প্রবীন কবি অগ্নিবীনা সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৫১ সদস্য বিশিষ্ট উক্ত কমিটি ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত তাদের দায়িত্ব পালন করবেন। এসময় উপস্থিত ছিলেন, কবি মিজানুর রহমান, মুহাম্মদ লুৎফর রহমান সরদার, লেখক কাজী মুজিবুর রহমান, মনি মোহন বিশ্বাস, সংস্কৃতিজন-লুৎফুল আহসান বাবু, সেলিম রেজা, ছড়াকার টিমুনী খান রীনো, এম আর মঞ্জু, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবুল বাসার মজুমদারসহ অন্যান্য কবি, ছড়াকার, লেখকবৃন্দ।
জানা যায়, সাংবাদিক হাসানুজ্জামান প্রথমে নিজেকে একজন জাত কবি হিসেবে পরিচিত করতে প্রায় ১০ হাজার কবিতা, ৫টি ঔপন্যাস ও বহু গল্প, প্রবন্ধ, গান রচনা করেছেন। এরই মধ্যে “বিবর্ণ বিলাস” নামে তাঁর একটি কাব্য গ্রন্থ প্রকাশিত হয়ে পাঠক সমাদৃত হয়েছে। এছাড়াও তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেশের একমাত্র একক কিশোর কবিতার পান্ডুলিপি তৈরি করেছেন। ওই কাব্য গ্রন্থের নাম করণ করা হয় “মুজিব তোমার বন্ধু হবো”- যা প্রকাশের দ্বার প্রান্তে।