চট্টগ্রাম নগরীর বন্দর থানার কাস্টমস ব্রিজ এলাকায় এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ ফেব্রুয়ারি) এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি মো. নিজাম উদ্দিন। গ্রেপ্তারকৃতরা হলেন, জামাল হোসেন, মো. মানিক ও মনির হোসেন।
বন্দর থানার পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গার্মেন্টস-কর্মী তার স্বামীর জন্য একটি দোকান দেখার জন্য ওই এলাকায় যান। কাস্টমস ব্রিজ এলাকায় গেলে সেখান থেকে তরুণীকে জোর করে পাশের ছাপরা ঘরে নিয়ে ধর্ষণ করা হয়। এ সময় স্বামীকে আটকে রাখা হয় বলে ও দাবি করেন ধর্ষণের শিকার পোশাক-কর্মী।
বন্দর থানার ওসি (তদন্ত) নিজাম উদ্দিন জানান ,শনিবার বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।