অনলাইন ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শিরোনামের ওই ইশতেহার হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এরমধ্যে বিভিন্ন মহলের কাছে দলটির সাধারণ সম্পাদক স্বাক্ষরিক ইশতেহার প্রকাশ অনুষ্ঠানের দাওয়াতনামা পাঠাচ্ছে দলটি।
ওই দাওয়াত নামায় উল্লেখ আছে, বাংলাদেশ আওয়ামী লীগ বিগত ১০ বছরের উন্নয়নের ধারা অব্যাহত রেখে আগামীতে দেশকে সমৃদ্ধির পথে নিতে প্রতিজ্ঞাবদ্ধ। এ লক্ষ্যে ১৮ ডিসেম্বর সকাল ১০টায় হোটেল সোনারগাঁও এ বাংলাদেশ আওয়ামী লীগের ‘নির্বাচনী ইশতেহার-২০১৮ ’ ঘোষণা করা হবে।
আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।