ফরিদগঞ্জের রুপসা উত্তর ইউনিয়নে শিল্পপতি ও সমাজ সেবক, কাতারস্থ আ’লীগ ফোরামের প্রধান উপদেষ্টা সিআইপি জালাল আহমেদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ মে শনিবার বিকেলে ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ঢালী বাড়িতে মহিলা আ’লীগ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ পৌর যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য আব্দুল গাফ্ফার সজিব, পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক খায়রুল আলম সবুজসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ সরকারের উন্নয়ন ও সিআইপি জালাল আহমেদের মানবিক সহায়তার বিষয়ে উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন।