উৎসবমুখর পরিবেশে ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের ২০১৭-১৮ দুই বছর মেয়াদী নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ উপলে গতকাল ৭ এপ্রিল শুক্রবার বিকেলে চাঁদপুর প্রেসকাব মিলনায়তনে অভিষেক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, অসুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভাসহ ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসকাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, শাহ মোঃ মাকসুদুল আলম, বিএম হান্নান, বর্তমান সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, রহিম বাদশা।
সংগঠনের সভাপতি আল-ইমরান শোভনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের প্রাণবন্ত সঞ্চালনায় আরো রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডঃ মোঃ শাহজাহান মিয়া, টেলিভিশন সাংবাদিক ফোরামের সম্মানিত সদস্য ফারুক আহমেদ, সদস্য ও চাঁদপুর প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির, চাঁদপুর টাইমসের সম্পাদক ও প্রকাশক কাজী মোঃ ইব্রাহিম জুয়েল, দৈনিক মানব কণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত, সংগঠনের সহ-সভাপতি লক্ষ্মণ চন্দ্র সুত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক কাদের পলাশ, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পাঠান, কোষাধ্য নেয়ামত হোসেন, দপ্তর সম্পাদক মোঃ খুরশিদ আলম, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডঃ চৌধুরী ইয়াসিন ইকরাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। কারণ তারা তাদের কলমের মাধ্যমে সমাজের সকল প্রাকার অন্যায়-অত্যাচার, এবং সম্ভাবনার কথা তুলে ধরেন যা একটি রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য কল্যাণকর।
তিনি আরো বলেন, আমি নির্বাচনকালীন সময়ে কথা দিয়েছিলাম যে, জেলা পরিষদকে চাঁদপুরবাসীর আস্থার স্থল হিসেবে প্রতিষ্ঠিত করবো। সে অঙ্গীকার থেকে আমি কখনোই সরে আসবো না। আপনাদের সকলের সহযোগিতায় চাঁদপুর জেলা পরিষদকে একটি উন্নয়নমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।
জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধু একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের পথ ধরে এগিয়ে যাচ্ছে তখন একটি গোষ্ঠী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। যা রাষ্ট্রের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে। সাংবাদিকদের প্রতি আমার প্রত্যাশা থাকবে আপনাদের কলমের মাধ্যমে মানুষকে এ বিষয়ে সচেতন করে তুলবেন। কোনো অপশক্তি যাতে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে না পারে এজন্য সকল দেশপ্রেমিক নাগরিককে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, মিডিয়া সৃষ্টি করা সহজ, কিন্তু এর বিশ্বাসযোগ্যতা ধরে রাখা অনেক কঠিন কাজ। বিশ্বায়নের এই যুগে মিডিয়ার ভূমিকা অনেক। চাঁদপুর প্রেসকাব বাংলাদেশের একটি মডেল প্রেসকাব। দেশের যে কোনো জেলার প্রেসকাবের কাছে চাঁদপুর প্রেসকাব অনুকরণীয় হতে পারে। চাঁদপুর প্রেসকাবের মতোই টেলিভিশন সাংবাদিক ফোরমের জন্য যে কোনো সহযোগিতা করতে আমি সর্বদা প্রস্তুত আছি। সংগঠনের নিজস্ব একটি ভবনের জন্য আমি অবশ্যই সহযোগিতা করবো। জেলার সকল সাংবাদিকদের প্রতি আমার অনুরোধ থাকবে চাঁদপুরের যারা কৃতী সন্তান রয়েছে তাদের আপনারা সর্বদা স্মরণ রাখবেন। চাঁদপুর আমাদের সকলের। এই জেলার উন্নয়নে আমরা সকলে এক এবং অভিন্ন হয়ে কাজ করবো।
আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প থেকে গুণীজনদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন : বিশিষ্ট রফতানিকারক ও সিআইপি জয়নাল আবেদীন, চাঁদপুর প্রেসকাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, গোলাম কিবরিয়া জীবন, বর্তমান সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, বর্তমান সাধারণ সম্পাদক জিএম শাহীন ও চাঁদপুর বার্তার সম্পাদক অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী।
শুভেচ্ছা ক্রেস্ট গ্রহণ করেন চাঁদপুর প্রেসকাবের সাবেক সভাপতি বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর টাইমসের সম্পাদক ও প্রকাশক কাজী মোঃ ইব্রাহিম জুয়েল, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মুকতাকিম হায়দার রুমি, বিশিষ্ট ব্যবসায়ী আরিফুর রহমান চৌধুরী।
সবশেষে আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুর টাইমস-এর প থেকে অভিষেক অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দসহ সকলের মাঝ্যে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। এ সময় জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।