স্টাফ রিপোটার ॥ বিশিষ্ট ক্রীড়া সংগঠক, রাজনীতিবিদ ও ব্যবসায়ী মোহাম্মদ আলী জিন্নাহ পাটওয়ারীর মা ও বাবার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। মরহুম নুরুজ্জামান পাটওয়ারী ও মরহুমা আয়তুনেচ্ছার স্মরণে গত শুক্রবার বাদ জুমা পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ জাফরাবাদ জিন্নাহ পাটওয়ারীর বাড়িতে মিলাদ, দোয়া এবং গণভোজের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওঃ রশিদ, মিলাদ ও গণভোজ অংশ নেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার পুনঃনির্বাচিত মেয়র নাছির উদ্দিন আহম্মদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক আব্দুল আওয়াল রুবেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝিসহ রাজনীতিবিদ, ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক, পৌর কাউন্সিলর, এলাকাবাসী ও মুসল্লিগণ।