চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুরের মেঘনা নদীর দুইটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ বর্গ মিটার কারেন্ট জাল ১শ ২০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। রোববার দিনগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ড জানায়, মেঘনা নদীর মোহনা এলাকায় যাত্রীবাহী এমভি ফারহান-৪ থেকে ২লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও এমভি রাজহংস-৮ লঞ্চ থেকে জাটকা গুলো জব্দ করা হয়। তবে এর সাথে সম্পক্ত কাউকে আটক করা সম্ভব হয় নি।
চাঁদপুরের কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান বিয়টি নিশিত করে বলেন, জালগুলো সকাল সাড়ে ৯টার দিকে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে ও জাটকাগুলো গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।