আমার কন্ঠ ডেস্ক- ফেসবুকে দেয়া স্ট্যাটাসের জন্য দুঃখ প্রকাশ করেছেন অধ্যাপক গোলাম আযমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী।
তার পিতার মৃত্যুর পর বিএনপির ভূমিকায় বিস্ময় প্রকাশ করে করে দেয়া স্ট্যাটাসকে একান্ত ব্যক্তিগত অভিমত হিসেবে বর্ণনা করে তিনি বলেছেন, আমি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত নই। আমি যা বলেছি তা একান্তই আমার ব্যক্তিগত মতামত। তারপরও আমার মন্তব্যের কারণে যদি কেউ মানসিকভাবে আহত হয়ে থাকেন তাহলে আমি খুবই দুঃখিত।
অধ্যাপক গোলাম আযম যে যুদ্ধাপরাধী ছিলেন না ইতিহাস একদিন তা প্রমাণ করবে বলেও দাবি করেন তিনি। গতরাতে বেসরকারি টিভি চ্যানেল একাত্তরের টকশোতে অংশ নিয়ে তিনি একথা বলেন। আযমীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার দুঃখ প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন।