জিসান আহমেদ নান্নু, কচুয়াঃ
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসার ২০১৫ইং সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় এ দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও মাদ্রাসার সিনিয়র সহকারি মৌলভী আব্দুল কুদ্দুস খানের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আব্দুর রাজ্জাক আনোয়ারী, সিনিয়র শিক্ষক আব্দুল হাই, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল হালিম দেওয়ান। এ সময় মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনাক করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওঃ মোঃ আবুল কাশেম ।