আমার কন্ঠ ডেস্ক-
শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের সাবেক ৪ বারের সফল চেয়ারম্যান ও চিতোষী আর.এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা, চিতোষী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ রুহুল আমিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন পাটওয়ারী ও পৌর আওয়ামীলীগের আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টু। এক শোক বার্তায় তারা জানান, প্রবীন শিক্ষাবিদ ইউপি চেয়ারম্যান রুহুল আমিনের মৃত্যুতে দেশ একজন প্রকৃত দেশ প্রেমিক ও রাজনীতিবিদকে হারালো। নেতৃবৃন্দ তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর গভীর সমবেদনা জানান।