শাহরাস্তি ব্যুরো-
শাহরাস্তিতে বিশেষ অভিযানে ৬ ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গত দু’দিনে বিশেষ অভিযান চালিযে পুলিশ উপজেলার রাজাপুর গ্রাম থেকে মোতালেবের পুত্র স্বপন মিয়া (৩৫), চান্দল গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র মোঃ মোজাম্মেল হোসেন (৪৪), আব্দুল মতিনের পুত্র মোবারকে হাসেন (৪০), আব্দুস ছাত্তারের পুত্র মোঃ খোকন (৩৫), মৃত শুক্কুর আলীর পুত্র মোঃ রফিকুল ইসলাম (৩৮) ও কুরকামতা গ্রামের মোঃ ইসমাইল হোসেনের পুত্র মোঃ মহসীন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় ১৪(১০)১২, ০৩(০৪)১৩, ০৫(১০)১৩ এবং ০২(০৮)১৪ নং মামলা রয়েছে। এ অভিযানে অংশ নেন, মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) সরোয়ার হোসেন, উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস.আই) আব্দুল ওহাব ও মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) মোঃ মাছুম রানা সহ সঙ্গীয় ফোর্স।