জিসান আহমেদ নান্নু॥
কচুয়া উপজেলার তালতলী গ্রামের অধিবাসী সাবেক ইউপি সদস্য ও মুক্তিযুদ্ধা মোঃ তাজুল ইসলাম চৌধুরীর গৃহে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গৃহের মালিক বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও স্থানীয় এলাকা সূত্রে জানা গেছে, বুধবার রাতে কতিপয় দুস্কৃতিকারী তাজুল ইসলাম মেম্বারের গৃহের উত্তর-পশ্চিম কর্নারের কাপড়ের ঝুটে আগুন ধরিয়ে দেয়। এসময় তাজুল ইসলামের অসুস্থ ছোট মেয়ে রোমানা আক্তার এ্যানি আগুনের লেলিহান শিখা দেখে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তাজুল ইসলামের ছেলে পলাশ চৌধুরী জানান, হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষ সন্ত্রাসীরা এ ঘটনা করতে পারে বলে তিনি দাবী করেন। এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার দুপুরে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদারসহ দলীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।