চাঁদপুর প্রতিনিধি-
চাঁদপুরে আগেভাগেই জানান দিচ্ছে শীতের পদধ্বনি। দিনের বেলায় সূর্যের আলোয় গরম অনুভূত হলেও সন্ধ্যা নামার সাথে সাথে ঝরতে শুরু করেছে কুয়াশা । সকালে গাছ গাছালিতে ঘাঁসে জমে থাকছে শিশির বৃন্দু। সূর্য উঠার অনেক পরেও জমে থাকা শিশির থেকেই যায়। হঠাৎ আবহাওয়ার এই পরিবর্তনের ফলে জ্বর,সর্দি,কাশিসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। হঠাৎ করে এই জনপদের আবহাওয়া পরিবর্তনের কারণে বয়স্কদের চেয়ে বিশেষ করে শিশুরাই বেশি এসব রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসতে দেখা গেছে। মধ্য আশ্বিনের পর থেকেই শুরু হয়েছে হালকা কুয়াশা। ক্রমেই তা ভারী হচ্ছে। ক’দিন থেকে সন্ধ্যার পরেই শুরু হচ্ছে মাঝারি কুয়াশা। ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা টুপটাপ ঝরতে দেখা গেছে। দিনে গরম দেখা দিলেও রাতে ঠান্ডায় মানুষ একটু বিড়ম্বনায় পড়েছেন। রাতে এমন শীত নিবারণ করতে মানুষ কাঁথা কিংবা কম্বল ব্যবহার করছেন এই অঞ্চলের মানুষ। হঠাৎ এই শীতের আগমনে দিন ও রাতের তাপমাত্রা উঠানামায় অনেকেই ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কেউবা এসব রোগে আক্রান্ত হয়ে প্রাথমিক ভাবে স্থানীয় চিকিৎসকদের পরামর্শে বিভিন্ন ফার্মেসি থেকে ঔষধ নিয়ে সেবন করছেন। হঠাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে বিশেষ করে শিশুরা সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। তবে এসব রোগে শিশু আক্রান্তের সংখ্যা বাড়লেও এতে করে ভয়ের কোন কারণ নেই বলে জানান বিশেজ্ঞ ডাক্তাররা। জেলার সর্বত্র চলছে শীতকে বরণ করার প্রস্তুতি। শীতের রাতে বিছানায় পরিবারের সদস্যদের উষ্ণ রাখতে সবাই ব্যস্ত লেপ,তোষক মেরামত ও নতুন করে তৈরীতে। এজন্য জেলা শহরসহ বিভিন্ন হাট বাজার গুলোতে এসব তৈরীর কারিগরদের কাজের গতি বেড়ে গেছে। এখন দম ফেলারও ফুরসত নেই তাদের । কয়েক মাস আগে হাতে কাজ না থাকায় অলস সময় পার করেছে তারা। মৌসুম শুরু হওয়ার সাথে সাথে দ্রুত কাজ করে তারা বাড়তি টাকা আয় করছে।