কচুয়া প্রতিনিধি-
কচুয়ায় সুরমা বাসে আবু পাটওয়ারী (৫৫) নামের এক যাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কচুয়া পৌরসভাধীন ফায়ার সার্ভিস সংলগ্ন সুরমা বাসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের অধিবাসী আবু পাটওয়ারী ঢাকায় একটি প্রাইভেট কোম্পানীর দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। গতকাল বৃহস্পতিবার আবু পাটওয়ারী ঢাকা কর্মস্থল থেকে কচুয়ায় নিজ বাড়িতে আসছিলেন। বাস স্টাফরা জানিয়েছে, কচুয়া সুরমা বাস কাউন্টারের সামনে বাসটি এসে থামলে সকল যাত্রী নেমে যায়। আবু পাটওয়ারী না নামায় তাকে ডাক দিলে কোনো সাড়া না পাওয়ায় হাত দিয়ে নাড়া দিলে তিনি ঢলে পড়েন। পরে তার আত্মীয়স্বজন তাকে গ্রামের বাড়ি শ্রীরামপুর নিয়ে যায় বলে জানা গেছে।