নিজস্ব সংবাদাতাঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেন, স্বাস্থ্য ব্যবস্থা এগিয়ে যাচ্ছে, যেমনি করে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে উন্নয়ন করে যাচ্ছে। সরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ৮ হাজার কমিউনিটি ক্লিনিক চালু করেছিল ’৯৬ সালে। স্বাস্থ্য সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিতে শত শত কোটি টাকা ব্যয়ে এ কমিউনিটি সেবা ব্যবস্থা চালু করা হয়। কিন্তু বিএনপি সরকার তা বন্ধ করে রাখে ৫টি বছর। তারা ভেবেছিল এভাবে সহজে মানুষ সেবা ভোগ করলে আওয়ামীলীগের প্রতি দেশের জনগণ ঝুঁকে পড়বে। সরকার এসকল ক্লিনিক আবার চালু করে জনগণের স্বাস্থ্য সেবার জন্য। আজ আমরা খাদ্যে সয়ংসম্পূর্ণ। শুধুই তাই নয়, আজ দেশ তার নিজেদের প্রয়োজন মিটিয়ে বিদেশে খাদ্য রপ্তানি করছে । আজ কোন শিশু বিদ্যালয়ে না গিয়ে বাসায় বসে থাকে না। বছরের প্রথম দিনেই তার বিনামূল্যে উৎসবের আমেজে বই নিয়ে বাড়ি ফিরে। দেশে আজ বিদ্যুৎ ঘাটতি নেই। বর্তমান সরকার ৪ হাজার মেগাওয়াট থেকে বিদ্যুতের উৎপাদন ১১ হাজার মেগাওয়াটে উন্নীত করেছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা এখান থেকেই কোর্স শেষে অবশ্যই চাকুরী পাবে এতে সন্দেহ নেই। নার্সিং একটি সেবামূলক পেশা। আজ আমাদের দেশে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। তোমরা কোর্স শেষে শুধু সরকারি চাকুরির আশায় বসে থাকবে কেন। নার্সিং পেশা বিশ্বব্যাপী সম্মানিত পেশা হিসেবে স্থান লাভ করেছে। এখান থেকে পাস করে তোমরা বিদেশে অতি সহজে স্বল্প খরচে যেতে পারবে। গতকাল দুপুর ১২টায় শহরের হাজী মহসিন রোডস্থ চাঁদপুর মেডিকেল এ্যাসিসটেন্ট স্কুল এর নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জেলা বিএমএর সভাপতি ডাঃ হারুনুর রশিদ সাগরের সভাপতিত্বে ও স্কুলের পরিচালক জাহাঙ্গীর বেপারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিলীপ কুমার দত্ত ও জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. মাহমুদর নবী মাসুম। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ইয়াছমিন ও ইলিয়াছ। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর শাহীন খান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শামছুল হক মন্টু পাটওয়ারী, সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, ডা. দেলোয়ার আহমেদ, জেলা ছাত্রলীগ সভাপতি শেখ মোঃ মোতালেব ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান তৃপ্তি।