এর আগে এদিন সকালে সমিতির সদ্য বিদায়ী বোর্ড সভাপতি মোঃ জাকির হোসেন মিয়াজীর সভাপ্রধানে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বার্ষিক সদস্য সভা শুরু হয়। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) চেয়ারম্যান মেজর (অবঃ) জেনারেল মঈন উদ্দিনের বাণী পাঠ করেন উপ-পরিচালক (কারিগরি) মোঃ আনোয়ার হোসেন আকন্দ।
সমিতি বোর্ডের সভাপতির প্রতিবেদন পাঠ করেন মোঃ জাকির হোসেন মিয়াজী, কোষাধ্যক্ষের প্রতিবেদন পাঠ করেন মোঃ মাহবুব আলম, জেনারেল ম্যানেজার (জিএম)-এর প্রতিবেদন পাঠ করেন মোঃ কেফায়েত উল্যাহ্। এর আগে বার্ষিক সদস্য বিজ্ঞপ্তি পাঠ করেন বোর্ডের সচিব মোঃ ফারুক হোসেন মিয়াজী, সভায় সমিতির সদস্য জনিত হিসাব প্রদান করেন সচিব খোদেজা আক্তার এবং গ্রাহক সদস্যদের প্রশ্নের জবাব দেন সমিতির ডিজিএম (সদর) প্রকৌশলী সুকুমার চৌধুরী।
প্রতিবেদন পাঠ শেষে সমিতির আওতাধীন উপজেলাভিত্তিক নিয়মিত গ্রাহকদের লটারির মাধ্যমে তিনজনকে (প্রথম, দ্বিতীয় ও তৃতীয়) পুরস্কার বিতরণ করা হয়। এতে আবাসিক, শিল্প, বাণিজ্যিক ও সেচসহ বিভিন্ন ক্যাটাগরিতে (প্রতি ক্যাটাগরিতে ৩ জন) পুরস্কার দেয়া হয়। এরপর রেজিস্ট্রেশনকৃত লাকি কুপন ড্র লটারির মাধ্যমে ২০ জনকে পুরস্কৃত করা হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কুমিল্লা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আতাউর রহমান চৌধুরী, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার আবু তাহের, নির্বাহী প্রকৌশলী শাহ্ মোঃ আলমগীর কবির, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডিজিএম জাহাঙ্গীর আলম ও মোবারক উল্যাহ্ সরকারসহ অন্য অতিথিবৃন্দ ও সমিতির সর্বস্তরের গ্রাহক সদস্য ।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ইসি এএইচএম মুহিব বিল্লাহ ও অফিস সেক্রেটারী রেখা রাণী দত্তের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সমিতির এজিএম (প্রশাসন) মোঃ জহুরুল ইসলাম, এজিএম (ফিন্যান্স) আমিনুল হক চৌধুরী, এজিএম (এমএস) প্রকাশ কুমার সাহাসহ চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
আজ,
মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দসন্ধ্যা ৭:৪৪
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।