সস্পাদকীয়
২৬ মার্চ ২০১৫, ৪৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। যে দিনটির জন্য বাঙালী জাতিকে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘ ২৩ বৎসর লড়াই সংগ্রাম করতে হয়েছে। ভাষার জন্য, মানবিক অধিকারের জন্য, ন্যায় সঙ্গত আচরণের জন্য, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা বাসস্থানের জন্য কথা বলতে গিয়ে বাংলার মানুষকে কথায় কথায় গুলি, জেল-জলুমু অত্যাচার নির্যাতনের শিকার হতে হয়েছিল। বাঙালীর অবিসংবাদিত নেতা জাতিকর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্মমতার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তার জীবনের ১৩টি বছর করাগারে বন্দি জীবন কাটাতে হয়েছে। স্কুলে অধ্যয়নকালেই বঙ্গবন্ধু স্বাধীন চেতা ছিলেন ছাত্রদের অধিকার আদায়ের জন্য তিনি স্কুলে ধর্মঘট আহ্বান করেছিলেন। ছোট বেলা থেকেই পরোপকারী, মহানভুব, সাহসী, বিনয়ী, সৎ চরিত্রের অধিকারী, দায়িত্বশীল, ধর্মানুরাগী বাবা মায়ের পরম স্নেহের খোকা ধীরে ধীরে পশ্চিম পাকিস্তানি হানাদরদের বিরুদ্ধে বাঙালী জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বাংলার এক প্রান্ত থেকে {অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন। ১৯৪৯ সালের ২৪ জুন বন্দি অবস্থায় শেখ মুজিবুর রহমান আওয়ামী মুসলিম লীগের এক নম্বর যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি খাজা নাজিম উদ্দিন উর্দ্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার অন্যায় ইচ্ছা প্রকাশ করলে কারাগারে বন্দী মুজিব ইহার প্রতিবাদ করার জন্য ছাত্রদের প্রতি নির্দেশ প্রদান করেন। ১৯৫৩ সালের ৯ জানুয়অরিতে আওয়ামী মুসলীমলীগের কাুন্সিল অধিবেশনে শেখ মুজিবকে সাধারণ সম্পাদক র্বিাচিত করা হয়। ১৯৫৫ সালের ২৯ মে চাঁদপুরের জনসভায় মুজিব বলেন, আওয়ামী মুসলিম লীগ জাতি ধর্শ বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সমান আচরন করবে। প্রয়োজনে সংগঠনের নামও বদলাতে পরি। (সূত্র শেখ মুজিব ও স্বাধীনতা)। ১৯৬৮ সা{েলর ১লা জানুয়ারি জেনারেল আইয়ুব খানা শেখ মুজিবের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করেন ১৯৬৯ সালের ৫ জানুয়ারি শেখ মুজিবের ছয় দফা ও ছাত্রদের ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। আওয়ামীলীগ ছাত্র সংগ্রাম পরিষদের আন্দোলন গণ আন্দোলনের রুপ লাভ বহর। ২৩ শে ফেব্র“য়ারি রেসকোর্স মাঠে গণ সংবর্ধনা অনুষ্ঠানে মুজিবকে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্দু উপাধিতে ভূষিত করে লক্ষ লক্ষ ছাত্র জনতা। ১৯৭০ সালের ১ লা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুনরায় আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন। ৭ জুন সেকোর্স মাঠে বঙ্গবন্ধু ৬ দফার ভিত্তিতে আওয়ামীলীগকে নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আবেদন করেন। ১৭ অক্টোবর বঙ্গবন্ধু নৌকা মার্কাকে দলীয় প্রতীক হিসাবে নির্ধারন করেন। ১৯৭০ এর নির্বাচনে বঙ্গবন্দুর আওয়ামীলীগ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে তৎকালীন পাকিস্তানের জাতীয় সরকার গঠনের জন্য জনগণের ম্যান্ডেট লাভ করেন। কিন্তু সামরিক চক্র জাতীয় সংসদের অধিবেশন না ডাকায় ২রা মার্চ ১৯৭১ এ মুজিব হরতাল ডাকেন এবং ৭ই মার্চ রেসকোর্স ময়দানে পরবর্তী নির্দেশ দিবেন বলে ঘোষণা করেন। ৩রা মার্চ অসহযোগ আন্দোলন ঘোষণা করেন। বাংলার মানুষ অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এ দিন বাংলার ছাত্র যুব সমাজ বঙ্গবন্ধুকে স্বাধীন বাংলার সর্বাধিনকায় মনোনীত করে এবং স্বাধ”ীন বাংলার পতাকা ও জাতীয় সঙ্গীত নির্ধারণ করে বঙ্গবন্ধুর উপস্থিতিতে পল্টনের জনভায় ইস্তেহার পাঠ করা হয়। এল বাংলার সেই মহানায়কের প্রতিশ্র“ত মহান ৭ই মার্চ। এ দিন ঢাকা রেসকোর্স ময়দানে সমবেত লক্ষ লক্ষ বাঙালী জনতাকে বঙ্গবন্ধু বাঙালী জাতির উপর বর্বর পাকিস্তানী শাসন শোষণ অত্যাচার, নির্যাতনের দীর্ঘ বিবরণ শেষে অতি সুকৌশলে জাতিকে জানিয়ে দিলেন ‘‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।” ২৩ মার্চ সকালে উত্তা}ল জনতার দাবীতে ৩২নং রোডের ধানমন্ডিস্থ বঙ্গন্ধুর বাসভবনে উত্তোলিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের হলুদ বর্ণ সম্বলিত মানচিত্রের লাল সবুজের পাতাক্ ২৫ মার্চ’৭১ এর রাত ১২ টাকার আগে হানাদার পাকিস্তানি সামরিক জান্তা ঢাকাস্থ পি}লখানার ইপি আর হেড কোয়াটার এবং রাজারবাগ পুলিশ লাইনে আক্রমন চালিয়ে বাংলায় নিরস্ত বাঙালীর উপর গণহত্যা শুরু করে এবং ঢাকা শহরে আগুন নিয়ে পোড়াতে থাকে। এ পরিস্থিতিতে রাত ১২ টার পর (২৬ মার্চের প্রথম প্রহরে) বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্দী হও}য়ার আগ মুহুর্তে বাঙলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। চট্টগ্রামের আওয়ামীলীগ নেতা জাফর আহমদ চৌধুরী সহ দেশের বিভিন্ন এলাকায় বাঙলাদেশের স্বাধীনতার ঘোষণার লিীখত বানী ওয়্যারলেসে পাঠানোর ব্যবস্থা করেন। এই স্বাধীনতা ঘোষনার মুদ্রিত হ্যান্ডবিল ২৬শে মার্চ’৭১ দুপুরের মধ্যে চট্টগ্রামবাসীর হস্তগত হয়েছিল। হ্যান্ডবিলটি ছিল ইংরেজিতে। পাক সামরিক জান্তা বঙ্গবন্ধুকে বন্দী করে পাকিস্তানের শাহীওয়াল কারাগারে নিয়ে যান এবং কারাগারের সেলের পাশেই তার জন্য কবর খনন করেন। তখন জাতির জনক বলেছিলেন, ফাসির মঞ্চে যাওয়ার আগে বলবো আমি বাঙালী, বাংলা আমার ভাষা, বাংলা আমার দেশ তিনি কারারক্ষীদের বলেছিলেন, আমার মৃত্যুর পর তোমরা আমার মৃতদেহ বাংলার মানুষের কাছে পাঠিয়ে দিও। জাতির জনক বঙ্গবন্ধু আজীবন অন্যায়ের সাথে মাথানত না করে বাঙালী জাতির অধিকার আদায়ে লড়াই সংগ্রাম করে আমাদেরকে একটি মুক্ত স্বাধীনত দেশ উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, পেশাজীবি, কর্মজীবি, বুদ্ধিজীবিসহ সামরিক বাহিনী, ইপিআর পুলিশ বাহিনীতে কর্মরত লক্ষ লক্ষ বাঙালী পাকিস্তানি সামরিক জান্তার বাঙালী হত্যাযজ্ঞের বিরুদ্ধে বীরত্বের সাথে অস্ত্র হাতে প্রতিরোধ গড়ে তুলেছিলো। বাংলার মুক্তি পাগল জনতা সে দিন ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের কাঁধে কাধ মিলিয়ে বাংলা মাকে মুক্ত করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলো। কত মায়ের সন্তান সেদিন প্রিয় মায়েল কাছে যুকে যাওয়ার কথা বলে যেতে পারেনি কারন মা জননি যদি যুদ্ধে যেতে বারন করেন। আবার অনেক মা তার একমাত্র সন্তানকে হাসিমুখে যুদ্ধে পাঠিয়েছে। পাকিস্তানী হায়েনাদের হাত থেকে প্রিয় মাতৃভূমি মুক্ত করার জন্য। মায়ের লাখো সন্তান মায়ের কোলে ফিরে আসেনি। তারা বাংলার মুক্তি পাগল বীর শহীদ মুক্তিযোদ্ধা। মাগো তুমি কেদো না, মা চেয়ে দেখো তোমার ছেলের আত্মত্যাগে, তোমার মেয়ের ইজ্জত বিসর্জনের মধ্য দিয়ে পূর্ব দিগন্তে স্বাধীনতার লাল সূর্য উদিত হয়েছৈ। যে সূর্য উদয়ের অপেক্ষায় বাঙালী জাতিকে পাকিস্তানী সামরিক জান্তা ও তাদের এ দেশীয় দোসরদের বিরুদ্ধে ২৩ বছর লড়াই, সংগ্রাম করে জীবন দিতে হয়েছে। স্বাধীনতা যুদ্ধে ৩.০ লকষ শহীদ ও দুই লক্ষ ছিয়াত্তর হাজার মা-বোনের ইজ্জতের বিনিময়ে জাতির গর্বিত সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন দেশ বাংলাদেশ অর্জন করেছিলাম। মুক্তিযুদ্ধে জয় বাংলা শ্লোগান আর মুক্তিবাহিনী এই কথা শুনলেই রাজাকার, আলবদর, আল শামস্ ও পাকিস্তানী বাহিনী আতঙ্গগ্রস্ত হয়ে পড়তো। আজ স্বাধীনতা দিবসের এই লেখনীর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধা জানাই, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার, আলবদর, আল শামস্, পাকিস্তানী হায়নাদের কারা নির্যাতিত মা বোন বীরঙ্গানাদের কৃতজ্ঞ চিত্তে অবনতভাবে স্মরণ করি মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা বীর সেনানী শহীদ বুদ্ধিজীবিদের।